বাড়ছে দারিদ্র্য, মূল্যবৃদ্ধিতে পুড়ছে মধ্যবিত্ত! RBI-র রিপোর্টে কোন আশঙ্কা?

June 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: দেশের অর্থনীতি নিয়ে বড় বড় দাবি করেন মোদী ও তাঁর সরকার কিন্ত আম জনতা কি সুফল পাচ্ছেন? ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এই দাবি তুলে মোদী সরকার দেদার প্রচার চালাচ্ছে। কিন্তু সংসার খরচ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আম জনতার আয় ও সঞ্চয় নিয়ে উদ্বেগ বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টেও এই উদ্বেগের ইঙ্গিত মিলেছে। দেশজুড়ে সব রাজ্য মিলিয়ে মোট ৯ হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়েছিল আরবিআই। গৃহবধূ, চাকরিজীবীরা অংশ নিয়েছিলেন। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, প্রত্যেকের উত্তরেই হতাশা মিলেছে।

বিগত মার্চে ৪১ শতাংশের বেশি নাগরিক বলেছেন, তাঁরা আর্থিক স্থিতাবস্থায় নেই। আগামী বছর অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে যেতে পারে বলে মনে করছেন মেরেকেটে ৬০ শতাংশ মানুষ। গত বছর ৬৩ শতাংশের বেশি নাগরিক আশাবাদী ছিলেন। ৬০ শতাংশের বেশি মানুষ জানিয়েছেন, দেশে কাজের বাজার ভাল না। ৯৫ শতাংশ জানিয়েছেন, মূল্যবৃদ্ধির পারদ চড়তে আরম্ভ করেছে। ৮৯ শতাংশের আশঙ্কা, বছর ঘুরলেই নিত্যপণ্যের দাম আরও বাড়বে। ৯১ শতাংশ মানুষ গত মার্চে করা সমীক্ষায় জানিয়েছেন, মূল্যবৃদ্ধির জন্য সংসার চালানোর বাজেট বেড়ে গিয়েছে।

৯০ শতাংশের দাবি, জরুরি পণ্যগুলিরই দাম বেড়েছে। ৯১ শতাংশের আশঙ্কা, এক বছর পর সেই দর আরও চড়বে। ৫৮ শতাংশ মানুষের মতে, নিত্যপ্রয়োজনীয় নয়, এমন জিনিসেরও দর অনেকগুণ বেড়েছে। ৪৫ শতাংশের জবাব, রোজগার একটুও বাড়েনি। ৩০ শতাংশ জানিয়েছেন, তাঁদের উপার্জন কমে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়েছে, কাজের বাজার, উপার্জন সবই কমতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen