ডাহা ফেল ‘প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন যোজনা’, বলছে খোদ কেন্দ্রের রিপোর্ট

May 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৮:০০: দেশের নানান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র মেধাবী পড়ুয়াদের ভর্তির জন্য কয়েক বছর আগেই আর্থিক সহযোগিতা প্রদান কর্মসূচি নিয়েছিল মোদী সরকার। গোটা দেশে প্রধানমন্ত্রী স্কলারশিপ কর্মসূচিতে তেমন সাড়া পাওয়া মেলেনি। শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, কয়েকটি রাজ্য ছাড়া প্রায় কোথাওই এক বছরে এই বৃত্তি প্রদানের পরিমাণ দু’অঙ্কে পৌঁছয়নি। এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে?

২০২২ সালের ১৯ জানুয়ারি কেন্দ্র ‘প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন যোজনা’ কর্মসূচির অনুমোদন দেয়। যে সব পরিবারের বার্ষিক আয় সাড়ে চার লক্ষ টাকার বেশি নয়, এমন পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরাই শর্তসাপেক্ষে এই বৃত্তি পান। প্রথম তিন বছরে বার্ষিক ১২ হাজার টাকা করে এবং চতুর্থ ও পঞ্চম বছরে বার্ষিক ২০ হাজার টাকা করে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার নিয়ম। শিক্ষামন্ত্রকের প্রকাশিত রিপোর্টে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসেব দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে মোদী সরকারের এই কর্মসূচির বিশেষ সাড়া মেলেনি।

অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, তেলেঙ্গানা, ত্রিপুরা কোনও রাজ্যেই দুই অঙ্কে স্কলারশিপ দেওয়া হয়নি। সারা দেশে সংশ্লিষ্ট কর্মসূচির আওতায় মাত্র ১৫১ কোটি ৯১ লক্ষ টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। শীঘ্রই সচিব পর্যায়ে দেশের নানান রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক ডাকা হতে পারে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে আদৌ প্রকল্প সচল রাখা হবে কিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen