বিজেপির হিন্দিপ্রীতির বিরুদ্ধে সরব প্রকাশ রাজ, শাহকে সরাসরি আক্রমণ অভিনেতার

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার

April 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার (Thursday)। এদিন সংসদের ভাষা কমিটির ৩৭তম বৈঠকে হিন্দি ভাষার গুরুত্ববৃদ্ধির কথা বলতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। তাতেই দানা বাঁধে বিতর্ক। এমন আবহে প্রথমে এ আর রহমান (AR Rahman) ও তারপর দক্ষিণী ও বলিউড অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) উঠে এলেন আলোচনায়। 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংবাদসংস্থার রিপোর্ট ট্যুইট করেন প্রকাশ রাজ। যেখানে শাহের বক্তব্য তুলে লেখা রয়েছে যে তিনি বলেছেন বিভিন্ন রাজ্যের মানুষদের ইংরেজি নয় হিন্দিতে কথা বলা উচিত। শাহের বক্তব্যের সমালোচনা করে ক্যাপশনে প্রকাশ রাজ লেখেন, ‘দয়া করে ঘর ভাঙার চেষ্টা করবেন না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী… আমরা সাবধান করছি আপনি জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রয়াস বন্ধ করুন, আমরা আমাদের বৈচিত্র্য ভালবাসি… আমরা আমাদের মাতৃভাষাকে ভালবাসি… আমরা আমাদের পরিচয় ভালবাসি।’

প্রকাশ রাজের মাতৃভাষা কন্নড়। তবে নিজের অভিনয় দক্ষতা দিয়ে  তিনি দক্ষিণী চলচ্চিত্র জগত ও বলিউডে নিজের স্থান করে নিয়েছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যান্য অভিনেতা, পরিচালক এবং প্রযুক্তিবিদরাও অ-হিন্দিভাষী রাজ্যগুলির উপর হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen