বিহার ভোটে প্রার্থী হচ্ছেন প্রশান্ত কিশোর, কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তিনি?

October 7, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: সোমবার নির্বাচন কমিশন বিহারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। তারপরই ভোট কুশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন, তাঁর দল জন সুরজ পার্টি ২৪৩টি আসনেই প্রার্থী দেবে। শুধু তাই নয়, প্রশান্ত নিজেও প্রার্থী হবেন বলে জানিয়েছেন। আগামী ৯ অক্টোবর দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিকে।

বিহারে এবার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বরের মধ্যে। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এই পরিস্থিতিতেই সাংবাদিক বৈঠক করে প্রশান্ত কিশোর বলেন, “আগামী ৯ অক্টোবর দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা চমকে দেবে বিহারবাসীকে। তালিকায় আমার নামও থাকছে।”

প্রার্থী হবার কথা জানানোর পর থেকেই জল্পনা শুরু হয়েছে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পিকে। যদিও এই প্রশ্নের জবাব দেননি জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা। জন সুরজের জয়ের সম্ভাবনা সম্পর্কে প্রশান্ত কিশোর বলেন, তাঁর দল এবার ২৮ শতাংশ ভোট পেতে চলেছে। এবং এই ২৮ শতাংশ ভোটার এমন ভোটার যারা এনডিএ বা মহাজোটকে ভোট দেন না। পিকে বলেন, “গত নির্বাচনে উভয় জোট মাত্র ৭২ শতাংশ ভোট পেয়েছিল, তাই আমি নিশ্চিত যে আমরা বাকি ২৮ শতাংশ পাবই।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen