দোস্তজীর জয়যাত্রা অব্যাহত, প্রথম বাংলা ছবি হিসেবে এবার তাইওয়ানে প্রসূনের ছবি

পৃথিবীর নানান দেশ মিলিয়ে প্রায় দু-ডজনের বেশি দেশে ঘুরে ফেলেছে দোস্তজী।

June 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
দোস্তজীর জয়যাত্রা অব্যাহত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোস্তজীর সাফল্যের মুকুটে ফের একটি পালক যোগ হল। মুর্শিদাবাদের প্রান্তিক এলাকার দুই বন্ধুর গল্প ইতিমধ্যেই বিশ্বে বন্দিত হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের পর এবার তাইওয়ানে মুক্তি পেতে চলেছে ছবিটি। পরিচালক সমাজ মাধ্যমে নিজেই এই খবর দিয়েছে। তাইওয়ান ভাষায় ছবির একটি পোস্টার শেয়ার করেছেন প্রসূন। তিনি জানিয়েছেন এটিই সম্ভবত প্রথম বাংলা ছবি যা তাইওয়ানে মুক্তি পাচ্ছে। ছবিটি সে দেশে মুক্তি পাবে ২৮ জুলাই।

পৃথিবীর নানান দেশ মিলিয়ে প্রায় দু-ডজনের বেশি দেশে ঘুরে ফেলেছে দোস্তজী। দোস্তজীর ট্রেলার-টিজার দেখানো হয়েছিল নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে। প্রায় ২০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে দোস্তজী প্রদর্শিত হয়েছে। আটটির মতো আন্তর্জাতিক পুরস্কার রয়েছে ছবির ঝুলিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen