‘তাদের জন্যও প্রার্থনা করুন’, এখনও হাসপাতালে ভর্তি জীতু কমল, জানালেন নিজের উপলব্ধি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২০: অভিনেতা জীতু কমল সম্প্রতি হাসপাতালে ভর্তি। তবে তিনি যেভাবে নিজের পরিস্থিতি তুলে ধরলেন, তাতে ভক্তদের চোখে জল, আবার মনেও জেগেছে এক নতুন উপলব্ধি। হাসপাতালের বেডে শুয়ে হাতে স্যালাইন, কিন্তু মুখে কোনো দুঃখ বা নাটকীয়তা নয়, বরং জীবন নিয়ে তাঁর দার্শনিক ভাবনা।
জীতু লিখেছেন, “আমি কখনোই পক্ষপাতিত্ব করি না সেইসব সহানুভূতিশীল ক্যাপশন বা ছবি পোস্টের, যেখানে লেখা থাকে — ‘I will come back soon’। যারা করেন, তাদের বিরুদ্ধাচারণও করি না। কিন্তু মনে রাখুন, গাড়ি সার্ভিস সেন্টারে নিলে মানেই সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে— এমন নয়। মানব শরীরও এক যন্ত্র, মাঝে মাঝে বিকল হবেই, আর ঠিক করতে হবে।”
তিনি জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া কোনো ব্যতিক্রম নয়, বরং একেবারেই সাধারণ ঘটনা। সমাজ তাঁকে নিয়ে অতিরিক্ত হাহুতাশ না করলেই ভালো— এমনটাই অনুরোধ করেছেন অভিনেতা। তাঁর কথায়, “আমি সমাজের এত বিখ্যাত মানুষ নই বা আমার অবদান এত বিশাল নয় যে আমাকে নিয়ে আপনারা এতটা সময় নষ্ট করবেন। বরং যাঁরা আমাদের জন্য সত্যিই দিনরাত কাজ করেন, তাঁদের কথা ভাবুন।”
অভিনেতা বিশেষভাবে উল্লেখ করেছেন তাঁর পাশের বিছানায় থাকা এক ৮৬ বছরের বৃদ্ধের কথা— যিনি জীবনভর জঙ্গল সাফারির ড্রাইভার হিসেবে অন্যদের আনন্দ দিয়েছেন। আজ মৃত্যুর অপেক্ষায় থেকেও হাসিমুখে জীবন উপভোগ করছেন। সেই দৃশ্য জীতুকে গভীরভাবে ছুঁয়ে গেছে।
তাঁর সঙ্গে থাকা সহকারী বাবাই, যিনি দিনরাত নিদ্রাহীনভাবে অভিনেতার সেবা করে যাচ্ছেন— তাকেও শ্রদ্ধা জানিয়েছেন জীতু। তিনি লিখেছেন, “এইরকম লক্ষ লক্ষ মানুষ আছে, যারা দিনরাত পরিশ্রম করছে— তাদের জন্যও প্রার্থনা করুন।”
জীতু আরও জানান, তিনি বর্তমানে দুটি বড় প্রজেক্টে কাজ করছেন এবং সেই কাজের প্রতি অতি-নিবিষ্ট থাকায় খাওয়া-ঘুমের সময় ভুলে গিয়েছিলেন। ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। এজন্য নিজের প্রযোজক সংস্থা SVF এবং Sai Vignesh Films-এর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।