গ্রিন করিডরে প্রসূতি ও সদ্যোজাতের প্রাণ বাঁচানোর নয়া দিশা কলকাতা পুলিশের

অবশ্যই পুরো কৃতিত্ব তিলজলা ট্রাফিক গার্ডের ওই অতিরিক্ত ওসি’র। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই প্রসূতি ও সদ্যোজাত সন্তান সুস্থ রয়েছে।

November 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রক্ত পরীক্ষা করাতে কলকাতায় (kolkata) আসার পথেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। এই অবস্থায় অ্যাম্বুলেন্স ডেকে গ্রিন করিডর (Green Corridor) তৈরি করে ওই প্রসূতি ও তাঁর সন্তানকে হাসপাতালে পৌঁছে দিলেন তিলজলা ট্রাফিক গার্ডের অতিরিক্ত ওসি শৌভিক চক্রবর্তী (Shouvik Chakraborty)। এতকাল অঙ্গ প্রতিস্থাপনের জন্য গ্রিন করিডরের প্রয়োগ দেখেছে এই শহর। সেদিক থেকে বিচার করলে, এই প্রথম প্রসূতি ও সদ্যোজাতের জীবন বাঁচাতে নতুন পথের দিশা দেখাল কলকাতা ট্রাফিক পুলিস। অবশ্যই পুরো কৃতিত্ব তিলজলা ট্রাফিক গার্ডের ওই অতিরিক্ত ওসি’র। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই প্রসূতি ও সদ্যোজাত সন্তান সুস্থ রয়েছে।

মঙ্গলবার দুপুর পৌঁনে একটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের উপর চৌবাগায়। ঘটকপুকুরের বাসিন্দা বছর ঊনত্রিশের মানোয়ারা বিবি রক্ত পরীক্ষার জন্য কলকাতায় আসছিলেন। পথে আচমকাই চৌবাগায় তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। তিনি রাস্তাতেই প্রসব করতে বাধ্য হন। ঘটনাচক্রে সেখানে টহল দিচ্ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডের অতিরিক্ত ওসি শৌভিকবাবু। চোখের সামনে এই ঘটনা দেখে তিনি দু’জনের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স (Ambulance) জোগাড় করে হাসপাতালে আনার উদ্যোগ নেন। ফোন করে খবর দেন মানোয়ারা বিবির পরিবারকে। পাশাপাশি লালবাজার ট্রাফিক (Lalbazar Traffic)কন্ট্রোল রুমের সাহায্যে চৌবাগা থেকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত পুরো রাস্তাটাই গ্রিন করিডর করে দেওয়া হয়। শেষে ওই ওসি নিজেই পাইলটিং করে সদ্যোজাত ও প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দেন। এমনকী প্রেসক্রিপশন অনুসারে ওষুধও কিনে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen