শীঘ্রপতনের জন্য ভালোবাসছেন না সঙ্গী, সমস্যা সারিয়ে ফেলুন বাড়িতেই

তবে এসবের পাশাপাশি সাধারণ মানুষের ঘরেই আছে এমন বহু উপকরণ, যার সাহায্যে শীঘ্রপতনের মতো সমস্যার নিরাময় হতে পারে সহজেই। তবে ডাক্তারের পরামর্শ নিয়েই এসব জিনিসপত্র ব্যবহার করা বাঞ্ছনীয়।

June 23, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
শীঘ্রপতন, ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

আমাদের দেশের পুরুষদের মধ্যে যে সব যৌনসমস্যা দেখা যায়, তার মধ্যে অন্যতম হল শীঘ্রপতন। এই সমস্যার জন্যে বহু মানুষ ডাক্তারবদ্যির কাছে বহু ছোটাছুটি করে থাকেন, নানা রকম ওষুধের ছড়াছড়ি খেলা বাজারে। তবে এসবের পাশাপাশি সাধারণ মানুষের ঘরেই আছে এমন বহু উপকরণ, যার সাহায্যে শীঘ্রপতনের মতো সমস্যার নিরাময় হতে পারে সহজেই। তবে ডাক্তারের পরামর্শ নিয়েই এসব জিনিসপত্র ব্যবহার করা বাঞ্ছনীয়।

জেনে নেওয়া যাক, কী সেই সব সহজলভ্য জিনিসপত্র, যা আপনার যৌনজীবনকে সাবলীল করে তুলতে সাহায্য করতে পারে।

ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

এক চামচ মধুতে এক চামচ আদার রস মিশিয়ে নিয়মিত পান করুন। অনেকেরই শীঘ্রপতনের মতো সমস্যার ক্ষেত্রে ভালো ফল দিয়েছে এই মিশ্রণ।

ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রতিদিন রাতে জলে বেশ কিছুবাদাম ডুবিয়ে রাখুন। পরের দিন, বাদাম গুড়িয়ে তাতে গরুর দুধ, জাফরান, আদা, এলাচ মিশিয়ে সকালে খেয়ে নিন। শীঘ্রপতনের মতো সমস্যার ক্ষেত্রে খুব ভালো ফল পেয়েছেন অনেকেই।

তরমুজের টুকরো, আদা গুঁড়ো এবং নুন মিশিয়ে খেলে শীঘ্রপতনের মতো সমস্যার ক্ষেত্রে খুব ভালো ফল পেতে পারেন।

ছবি সৌঃ streamerium

কুমড়োর বীজ শুকিয়ে জলপাই তেলে রোস্ট করে নুন এবং কালো মরিচ ছড়িয়ে খেলে রক্ত প্রবাহে টেস্টোস্টেরন ছড়াতে সাহায্য করে

ছবি সৌঃ yummytraditional

দুধে কস্তুরী মিশিয়ে ঠিকমত অনুপান বানিয়ে খেলে শীঘ্রপতনের মতো সমস্যার ক্ষেত্রে খুব ভালো ফল পেতে পারেন।

ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

এক চায়ের চামচ অশ্বগন্ধার মূল দুধ এবং মধুর সঙ্গে মিশিয়ে রোজ পান করলে বন্ধ্যত্ব, পুরুষত্বহীনতা ইত্যাদি রোগ থেকে নিরাময় হতে পারে।

মনে রাখবেন, এসব ওষুধগুলি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ কিন্তু আবশ্যিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen