দিল্লিতে SIR বিরোধী আন্দোলনের প্রস্তুতি, ঠাকুরবাড়ি থেকে অনশন প্রত্যাহার করলেন ১৪ জন

November 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪২:  SIR বিরোধিতায় বৃহৎ আন্দোলনের পথে মতুয়ারা। দিল্লিতে শুরু হয়ে গিয়েছে অনশনের প্রস্তুতি। বৃহস্পতিবার রাতে ঠাকুরবাড়ির (Thakurbari) সামনে থেকে আমরণ অনশন প্রত্যাহার করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের (All India Matua Mahasangha – AIMMS) সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী (Sukesh Chowdhury)। শুক্রবার পর্যন্ত মোট ১৪ জন অনশন ভেঙেছেন। তবে সংঘাধিপতি মমতা বালা ঠাকুর-সহ (Mamata Bala Thakur) এখনও ১০ জন মতুয়া অনশন চালিয়ে যাচ্ছেন।

এসআইআর (SIR) প্রত্যাহার এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে (Thakurbari) আমরণ অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধুগোছের প্রতিনিধিরা। নবম দিনে অনশন ভাঙলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী।

তিনি স্পষ্ট করে বলেন, “সংগঠনের আন্দোলনকে আরও বিস্তৃত আকারে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেই প্রস্তুতির জন্যই অনশন ভেঙেছি। আমাদের দাবি স্পষ্ট, এসআইআর প্রত্যাহার করতে হবে এবং মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।”

তবে সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর (Mamata Bala Thakur) অনশন থেকে সরে আসছেন না। তিনি জানান, “অধীর বাবু পরামর্শ দিয়েছেন আন্দোলন দিল্লিতে নিয়ে যেতে। আমাদেরও সেই পরিকল্পনা ছিল। অধিবেশনের আগে দিল্লিতে আন্দোলন হবে। সেখানে আন্দোলন করতে গেলে প্রস্তুতির দরকার আছে। অনশনে আমি বসে আছি, সাধারণ সম্পাদকও বসে থাকলে আন্দোলনের প্রস্তুতির কাজ কীভাবে হবে- সেই কারণেই সুকেশ চৌধুরী অনশন ভাঙলেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen