২৬ শের ভোটের প্রস্তুতি শুরু, ৬ মাস আগেই প্রথম পর্যায়ের EVM পরীক্ষায় কমিশন

November 22, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: রাজ্যে বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। তার আগেই ইভিএম (EVM) পরীক্ষা ও প্রস্তুতি কাজে নেমে পড়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। শুক্রবার রাজারহাটে নির্বাচনী আধিকারিকদের নিয়ে ইভিএম পরীক্ষার প্রথম দফার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কমিশন জানায়, ভোটের প্রায় ছয় মাস আগে এই প্রশিক্ষণ পর্ব শেষ করা হল, যাতে নভেম্বরের শেষে শুরু হওয়া পরীক্ষার কাজ নির্বিঘ্নে এগোয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রাজ্যের ২৪টি জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও ইভিএম নোডাল আধিকারিকেরা। দিল্লি থেকেও কমিশনের প্রতিনিধিরা এসেছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। কমিশন জানিয়েছে, ২৭ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যের মোট ৫২টি জায়গায় প্রথম পর্যায়ের ইভিএম পরীক্ষা চলবে। জানুয়ারিতে শুরু হবে দ্বিতীয় পর্ব, যেখানে রাজনৈতিক দলগুলিকেও ডাকা হবে।

ইভিএমের ব্যালট পেপারে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। কমিশনের সূত্র জানাচ্ছে, এবার প্রার্থীদের ছবি রঙিন থাকবে। মুখের ছবি থাকবে বড় আকারে, যাতে সহজে চেনা যায়। প্রতীক ও নম্বর আরও বড় এবং স্পষ্টভাবে ছাপা হবে। সব প্রার্থীর নাম একই ধরনের অক্ষর, একই ফন্ট এবং একই আকারে ছাপা হবে। ব্যালট কাগজও আগের তুলনায় উন্নত মানের হবে। ৭০ জিএসএম কাগজে গোলাপি রঙের ব্যালট ব্যবহার করা হবে, ঠিক যেমনটি বিহার বিধানসভা নির্বাচনে হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen