দেশে বদল ডজনখানেক রাজ্যপাল, রাজভবনই কি গেরুয়া রাজনীতির হাতিয়ার?

আজ রবিবার রাষ্ট্রপতিভবন তরফে জানালো হল, দেশের ১২ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল নতুন রাজ্যপাল পেল

February 12, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রবিবার রাষ্ট্রপতিভবন তরফে জানালো হল, দেশের ১২ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল নতুন রাজ্যপাল পেল। বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশের মতো রাজ্যে রাজ্যপাল বদল হল। বিজেপির বিরুদ্ধে বরাবর অভিযোগ ওঠে, অবিজেপি রাজ্যে বিজেপি রাজভবনকে ব্যবহার করে রাজনীতি করে। কেরল ও বাংলার সঙ্গে বারবার রাজ্যপাল সংঘাতে জড়িয়েছেন। এবার একবারে ডজনখানেক রাজ্যপাল বদল হল।

দেশের ১২টি রাজ্যের সঙ্গে নতুন উপরাজ্যপাল পেল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং লে। আদপে চব্বিশের লোকসভায় ফিরতে মরিয়া বিজেপি। বছর ঘুরলেই ভোট, তাই এখন থেকেই কোনরকম খামতি রাখতে চাইছে না বিজেপি। সেকারণেই একযোগে ১২ রাজ্যের রাজ্যপাল বদলে ফেলল মোদী সরকার। অবিজেপি রাজ্যেই এমনটা করা হয়েছে। তালিকায় ঝাড়খণ্ড রয়েছে, বিজেপির সদ্য ক্ষমতা হারানো বিহার রয়েছে, সম্প্রতি হেরে যাওয়া হিমাচল রয়েছে। লাদাখ নিয়েও বেশ চাপে মোদী সরকার। রয়েছে মহারাষ্ট্র, সেখানে ঘুরপথে ক্ষমতা দখল করেছে বিজেপি। মহারাষ্ট্রের বিদায়ী রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, মনে করা হচ্ছে সেই কারণেই ভগত সিং কোশিয়ারির পদ গেল। বিরোধীদের অভিযোগ, দলের সাংগঠনিক দুর্বলতা ঢাকতে বিজেপি অবিজেপি শাসিত রাজ্যে রাজভবনকে ব্যবহার করে। রাজ্য সরকারের সঙ্গে সব সময় রাজভবনের লড়াই বাধিয়ে রাজনৈতিক ফায়দা তোলাই গেরুয়া বাহিনীর উদ্দেশ্য। ফলত বিরোধীরা সাফ অভিযোগ করছেন, মোদী সরকার এমন কাউকে রাজ্যপালের পদে বসাতে চায়, যার মাধ্যমে রাজ্য প্রশাসনের খামতিগুলি তুলে ধরা যায় এবং বাড়তি রাজনৈতিক সুবিধা আদায় করে নিতে পারে বিজেপি। ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতেও বিজেপি এখন অনেকটা দুর্বল, তাই সেই দৈন্যতা আড়াল করতে এটাই মোদীর কৌশল।

নতুন রাজ্যপালদের তালিকা:

অসমের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া
অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক

অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন এস আবদুল নাজির
সিকিমের নতুন রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য
ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ
হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা


ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ
মণিপুরের নতুন রাজ্যপাল হলেন অনুসূয়া উইকে
নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন
মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান
বিহারের নতুন রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর
মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন রমেশ বাইস
লাদাখের উপরাজ্যপাল হলেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen