আজ রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কড়া নিরাপত্তা ব্যবস্থা শহরজুড়ে

বুধবার (৩০ জুলাই) দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি।

July 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২৭: আজ বুধবারই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। কল্যাণী এইমসের (Kalyani AIIMS) সমার্বতন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে সন্ধ্যায় দক্ষিণেশ্বরে যাবেন তিনি। এছাড়াও আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা শহরজুড়ে। আজ ও আগামিকাল বহু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।

বুধবার (৩০ জুলাই) দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আকাশপথেই কল্যাণী রওনা দেবেন। কল্যাণী এইমস-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এইমসের কর্তৃপক্ষ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘মাননীয়া রাষ্ট্রপতি আসছেন এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। তিনি নিজের হাতে তিনজন ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেবেন। আমাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।’

কল্যাণীর অনুষ্ঠান শেষে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন তিনি। রাতে রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি। আগামিকাল একটি বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর দুপুরে রওনা হবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen