নারী দিবসে বাংলার স্বনির্ভর গোষ্ঠীকে ‘আত্মনির্ভর সংগঠন’ পুরস্কার প্রদান রাষ্ট্রপতির

সেরা মহিলা টিকাকর্মীর সম্মান পেলেন লেখা রায় এবং নন্দিতা মুখোপাধ্যায়।

March 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গণিতে বিশেষ অবদানের জন্য ইতিমধ্যেই বঙ্গকন্যা নীনা গুপ্ত পেয়েছেন ‘রামানুজন পুরস্কার।’ সম্মানিত হয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রকের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারে। আন্তজার্তিক নারী দিবসে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের সেই গবেষককেই সম্মানিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। দেওয়া হল ‘নারী শক্তি’ পুরস্কার। শংসাপত্র ও এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। নারী ও শিশু কল্যাণমন্ত্রক ছিল ওই অনুষ্ঠানের আয়োজক। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের মোট ২৮ জনকে দেওয়া হল এই সম্মান। ২০২০ এবং ২০২১, দু’বছরের সম্মান দেওয়া হল একত্রে।

একইভাবে বাংলার মেয়েদের স্বনির্ভর করে তোলার কাজে প্রভূত সাহায্য করার স্বীকৃতি হিসেবে গ্রামোন্নয়ন মন্ত্রক সম্মান জানাল বীরভূমের ‘নিত্য সংঘ মহিলা স্বনির্ভর গোষ্ঠী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’কে। পোলিওর টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাশরুম চাষ, খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত উদ্যোগে অংশগ্রহণ, কাঁথা সেলাইয়ের পোশাক তৈরি, শুকনো মাছের ব্যবসা, বায়ো-সার তৈরিতে মহিলাদের অবদানের জন্যই বাংলার এই সংগঠনকে দেওয়া হল ‘আত্মনির্ভর সংগঠন সম্মান।’ কেন্দ্রের আয়োজনে ‘নয়ে ভারত কি নারী’ নামে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাংলার এই স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ সদস্যের হাতে পুরস্কার তুলে দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। দেওয়া হল শংসাপত্র ও এক লক্ষ টাকার চেক। পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তিশগড়, অসম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীকে এই সম্মান দেওয়া হল। একইভাবে দিল্লির মুনিরকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে এক অনুষ্ঠানে কোভিড টিকাকরণের কাজে নিঃস্বার্থ অবদানের জন্য সম্মান জানানো হল বাংলার দুই স্বাস্থ্যকর্মীকে। সেরা মহিলা টিকাকর্মীর সম্মান পেলেন লেখা রায় এবং নন্দিতা মুখোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen