সেনা হাসপাতালে অস্ত্রোপচার রাষ্ট্রপতির, কেমন আছেন তিনি?

তিনি চোখের ছানির সমস্যায় ভুগছিলেন। এদিন সকালে সেই ছানিরই অপারেশন হল।

August 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind)। তিনি চোখের ছানির সমস্যায় ভুগছিলেন। এদিন সকালে সেই ছানিরই অপারেশন (Cataract surgery) হল।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়, ”আজ সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ছানি অস্ত্রোপচার হয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতালে। অস্ত্রোপচারটি সফল হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।”

এর আগে গত মার্চেও হাসপাতালে ভরতি হতে হয়েছিল ৭৫ বছরের রাষ্ট্রপতিকে। সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়ই বুকে ব্যথার কথা জানান তিনি। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বাইপাস সার্জারি করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর এইমসে বাইপাস অস্ত্রোপচার হয় তাঁর। পরে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে। পরবর্তী সময়ে আরও নানা শারীরিক পরীক্ষা হয় তাঁকে। রাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখেন চিকিসকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen