পাতিয়ালায় কৃষিবিল নিয়ে সুর চড়ালেন রাহুল গান্ধী

কৃষকদের ভাতে মারতেই এই বিল তৈরি করেছে মোদী সরকার। কৃষকদের আশ্বস্ত করে বলেন কৃষকদের পাশে থাকবে কংগ্রেস।

October 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কৃষি বিলের বিরোধিতায় পারদ চড়াতে পাঞ্জাবে বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাতিয়ালায় সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী অভিযোগ করেছেন মোদী সরকারের নতুন কৃষি বিল কৃষকদের ধংস করে দেবে। কৃষকদের ভাতে মারতেই এই বিল তৈরি করেছে মোদী সরকার। কৃষকদের আশ্বস্ত করে বলেন কৃষকদের পাশে থাকবে কংগ্রেস।

রাহুল অভিযোগ করেছেন ফসল বিক্রি করে যে দুটো টাকা কৃষকরা পেত সেটাও কেড়ে নিতে চাইছে মোদী সরকার।

তিনি আরো বলেন, মোদী সরকারের আমলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প একেবারেই ভেঙে পড়েছে। লকডাউন ঘোষণার কারনে এই দুই ক্ষেত্রে শিল্প একেবারেই তলানিতে এসে ঠেকেছে। এবার মোদী সরকারের টার্গেট দেশের কৃষকরা।

কৃষিবিল পাশের দিন রাহুল তাঁর অন্যপস্থিতির কারণ জানিয়ে বলেছেন, সেদিন সোনিয়া গান্ধীর মেডিকেল চেকআপ করাতে গিয়েছিলেন তিনি।

রাহুল গান্ধী লাদাখ নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। চিন লাদাখে জমি সহজে দখল করতে পেরেছে কারণ তারা জানে ভারতের যিনি দেশপ্রধান তিনি নিজের ভাবমূর্তি ছাড়া আর কিছুই বেঝেন না। দেশের ভূখণ্ড নিয়ে তাঁর কোনও তাপ উত্তাপ থাকবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen