বুধ থেকেই শুরু প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ১৩,৪২১ শূন্যপদে আবেদন জানাবেন TET উত্তীর্ণরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১১: অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) থেকেই ১৩ হাজার ৪২১টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা অনলাইন পোর্টালের (Online portal) মাধ্যমে সরকার অনুমোদিত এবং সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের লক্ষ্য হলো চলতি বছরের মধ্যে এসএসসি (SSC) সহ অন্যান্য বিভাগ মিলিয়ে প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকাকে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ করা। গত সেপ্টেম্বর মাসে এই শূন্যপদের সংখ্যা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের মোট ৫০ নম্বরের উপর মূল্যায়ন করা হবে। এর মধ্যে মাধ্যমিকের জন্য ৫ নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য ১০ নম্বর, NCTE অনুমোদিত প্রশিক্ষণের জন্য ১৫ নম্বর, টেট-এর জন্য ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি (Extracurricular activities) অর্থাৎ অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যকলাপের জন্য ৫ নম্বর, সাক্ষাৎকারের জন্য ৫ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্ট বা প্রেষণা পরীক্ষার জন্য ৫ নম্বর বরাদ্দ থাকবে।
উল্লেখ্য, অ্যাপটিটিউড টেস্টের (Aptitude Test) এই ৫ নম্বর কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকা এবং প্যারা টিচারদের ক্ষেত্রে সরাসরি যোগ করা হবে। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখের নিরিখে ৪০ বছরের মধ্যে হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে।