বিচারব্যবস্থাকে নিয়ে বিতর্কিত মন্তব্যে বিপাকে প্রধানমন্ত্রীর পরামর্শদাতা, কী পদক্ষেপ সুপ্রিম কোর্টের?

September 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২৮: দেশের বিচারব্যবস্থাকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের পর প্রধানমন্ত্রীর আর্থিক পরামর্শদাতা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের (Sanjeev Sanyal) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রোহিত পাণ্ডে ও উজ্জ্বল গৌর। মামলার জন্য ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানির কাছে আবেদন করা হয়েছে।

 

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর দিল্লিতে ‘জেনারেল কাউন্সেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ (General Counsels Association of India) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সান্যাল বলেন, ভারতের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা দেশের বিচার ব্যবস্থা। তিনি আরও বলেন, স্বাধীনতার ১০০ বছরে ভারতকে ‘উন্নত জাতি’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে। পাশাপাশি আদালতের ছুটি এবং কার্যক্রম নিয়েও তিনি সমালোচনা করেছেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

 

প্রতিরোধে, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন সচিব রোহিত পাণ্ডে এবং সদস্য উজ্জ্বল গৌর সান্যালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের উদ্যোগ নেন। আদালত অবমাননা আইনের ১৫ ধারা অনুযায়ী সরকারি পদাধিকারীর বিরুদ্ধে মামলা দায়েরের আগে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

 

২৫ সেপ্টেম্বর দুই আইনজীবী তাদের চিঠিতে উল্লেখ করেছেন, সান্যালের মন্তব্য বিচার বিভাগের সাংবিধানিক ভূমিকা ও আইনজীবীদের পেশাগত দায়িত্বকে ছোট করেছে। তাঁরা বলেন, এ ধরনের মন্তব্য যদি অবিলম্বে প্রতিকার করা না হয়, তাহলে দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে। রোহিত পাণ্ডে ও উজ্জ্বল গৌর মন্তব্য করেছেন, সান্যালের বক্তব্য ‘উদ্বেগজনক’ ও ‘দুর্ভাগ্যজনক’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen