দু’দিন ধরে বন্ধ বেসরকারি বাস ও মিনিবাস, দুর্ভোগ যাত্রীদের

কাকদ্বীপ, বকখালি থেকে শুরু করে রায়দিঘি, মথুরাপুর, মন্দিরবাজার, ডায়মন্ডহারবার রুটে কোনও বেসরকারি বাস ও মিনিবাস চলেনি

April 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোম ও মঙ্গলবার– দু’দিন ধরে বেসরকারি বাস ও মিনিবাস বন্ধের ডাক দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়েন্ট কমিটি অব বাস অপারেটরস অ্যাসোসিয়েশন। কাকদ্বীপ, বকখালি থেকে শুরু করে রায়দিঘি, মথুরাপুর, মন্দিরবাজার, ডায়মন্ডহারবার রুটে কোনও বেসরকারি বাস ও মিনিবাস চলেনি। ফলে তীব্র দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

রাস্তায় অবৈধ অটো, ট্রেকার, জিও গাড়ির বাড়বাড়ন্ত। তার সঙ্গে জুড়েছে পুলিসের জুলুম আর সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরি। এসবের প্রতিবাদে সোম ও মঙ্গলবার– দু’দিন এই বেসরকারি বাস ও মিনিবাস বন্ধের ডাক দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়েন্ট কমিটি অব বাস অপারেটরস অ্যাসোসিয়েশন। বাস বন্ধ রাখা প্রসঙ্গে সংগঠনের জেলা সভাপতি রহিস মোল্লা বলেন, জেলাশাসক থেকে পুলিস সুপারকে আমাদের দাবি বারংবার জানানো হলেও কাজ হয়নি। তাই মানুষের দুর্ভোগ মেনে নিয়েও বাস বন্ধ রাখতে হয়েছে।

সপ্তাহে প্রথম দিনই রাস্তায় বেরিয়ে সমস্যার মুখে পড়ে মানুষ। রায়দিঘি কাছারি মোড়ে সারি দিয়ে দাঁড়িয়েছিল একের পর এক বেসরকারি বাস। মথুরাপুর স্টেশন যাওয়ার জন্য যাত্রীরা বাসের জন্য অপেক্ষাও করছিলেন। কিন্তু না পেয়ে অগত্যা অতিরিক্ত ভাড়া দিয়ে অটো ও ট্রেকারে চেপে স্টেশনে যেতে হয়। কাকদ্বীপ বাস স্ট্যান্ডেও যাত্রীরা সকাল থেকে অপেক্ষা করে কিছু পাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen