অতিরিক্ত টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল, রাজ্য সরকারের নয়া বিলে সম্মতি রাজ্যপালের

প্যাকেজের রেট চার্ট এমনভাবে ‘ডিসপ্লে’ করতে হবে, যাতে সহজেই সাধারণ মানুষের নজরে পড়ে এবং তা বিভিন্ন ভাষাতে হওয়া প্রয়োজন।

August 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০.৪৫: দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস অ্যামেন্ডমেন্ট বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ১৭ জুন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫’ পেশ করে। বিলটির মূল বিষয়বস্তু হল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ক্লিনিকগুলি কোনওভাবেই যেন রোগীদের কাছ থেকে প্যাকেজের বাইরে অতিরিক্ত খরচ না নেয়। ক্লিনিক্যাল ডেটা প্রত্যেকদিন সংগ্রহ করতে হবে হাসপাতালগুলিকে। চিকিৎসা করাতে গিয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তা অবশ্যই রোগীর পরিবারকে জানাতে হবে। সেক্ষেত্রে প্যাকেজের বাইরে যদি কোনও অতিরিক্ত খরচ হয়, তা অবশ্যই আগে থেকে রোগীর পরিবারকে জানাতে হবে। প্যাকেজের রেট চার্ট এমনভাবে ‘ডিসপ্লে’ করতে হবে, যাতে সহজেই সাধারণ মানুষের নজরে পড়ে এবং তা বিভিন্ন ভাষাতে হওয়া প্রয়োজন।

অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্যাকেজের বাইরে গিয়ে তারা অতিরিক্ত টাকা নিচ্ছে। আবার রোগী ভর্তি হওয়ার সময় যে প্যাকেজ দেওয়া হয়েছিল, ছুটির পর রোগীর বিলে তা কয়েকগুণ বেড়ে যেতেও দেখা যায়। এক্ষেত্রে বিমা সংস্থাগুলি অতিরিক্ত টাকা দিতে রাজি হয় না। বেসরকারি হাসপাতালগুলির পরিষেবায় এই ‘হিডেন কস্ট’ বন্ধ করতে চাইছে রাজ্য। জনস্বার্থমুখী এই গুরুত্বপূর্ণ বিলটি বিধানসভায় পাশ হওয়ার পর রাজভবনে গিয়েছিল রাজ্যপালের অনুমোদনের জন্য। বিলটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করেই রাজ্যপাল দ্রুত ছাড়পত্র দিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিধানসভায় বিল পাশ হওয়ার দু’মাসের মধ্যেই রাজ্যপাল সম্মতি দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen