অস্কার মনোনীত তথ্যচিত্রের প্রযোজক প্রিয়াঙ্কা

এই খবর শেয়ার করেছেন ভারতীয় বংশোদ্ভূত পরিচালক নিশা পাহুজাও।

February 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অস্কারে মনোনীত তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’এর এক্সিকিউটিভ প্রযোজকের ভূমিকায় এবার গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া৷ রবিবার নিজেই তাঁর এই নতুন ভূমিকার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী৷ রবিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এ মনোনীত ডকুমেন্টারির এগজিকিউটিভ প্রযোজক হিসেবে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’

এই খবর শেয়ার করেছেন ভারতীয় বংশোদ্ভূত পরিচালক নিশা পাহুজাও। মেয়ের জন্য ঝাড়খণ্ডের কৃষক রঞ্জিতের লড়াই উঠে আসবে গল্পে। ছবিটিতে ঝাড়খণ্ডের একজন কৃষকের তাঁর ১৩বছর বয়সি মেয়েকে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের কাহিনীকে তুলে ধরা হয়েছে ৷ ২০১৭ সালে যৌন নির্যাতনের শিকার হয়েছিল নাবালিকা। এর আগেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে এই ডকুমেন্টারি। প্রিয়াঙ্কা ছাড়াও এই ডকুমেন্টারির এগজিকিউটিভ প্রোডিউসার হিসেবে রয়েছেন ‘স্লামডগ মিলিওনেয়ার’ খ্যাত দেব প্যাটেল, মিন্ডি কালিং, দীপ মেহতা সহ আরও অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen