উত্তরপ্রদেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি – আঘাত পাননি কংগ্রেস নেত্রী

উত্তরপ্রদেশের(UttarPradesh) কংগ্রেস(Congress) প্রেসিডেন্ট অজয় কুমার লাল্লু আগেই জানিয়েছিলেন যে, আজ রামপুরে নবনীত নামের এক কৃষকের বাড়িতে আসার কথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর।

February 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi


দুর্ঘটনার কবলে পড়ল প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi) গাড়ি। বৃহস্পতিবার ভোরে উত্তরপ্রদেশের রামপুরে(Rampur) যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রিয়াঙ্কার গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে তাঁরই কনভয়ের অন্য একটি গাড়ি। জানা গিয়েছে, প্রিয়াঙ্কার গাড়ির ওয়াইপারে জল ছিল না। উইন্ডশিল্ডে নোংরা জমে গিয়েছিল। যে কারণে, চালকের দেখেতে অসুবিধে হচ্ছিল। এক সময়ে আচমকাই ব্রেক কষেন চালক। আর তখনই পিছনে থাকা কনভয়ের ৪-৫ টি গাড়ি এসে একে অপরকে ধাক্কা মারে। এর ফলে কয়েকটি গাড়ির সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে, প্রিয়াঙ্কার কোনও চোট লাগেনি।

উত্তরপ্রদেশের(UttarPradesh) কংগ্রেস(Congress) প্রেসিডেন্ট অজয় কুমার লাল্লু আগেই জানিয়েছিলেন যে, আজ রামপুরে নবনীত নামের এক কৃষকের বাড়িতে আসার কথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। তাঁর দাবি, কানাডা থেকে দেশে ফিরে দিল্লীতে কৃষক আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন নবনীত। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর। তারপরই ওই নিহত চাষীর পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে আসার কথা ঘোষণা করেন প্রিয়াঙ্কা। আর সেখানে যাওয়ার পথেই এমন দুর্ঘটনা ঘটল আজ। যদিও হাপুর রোডে ঘটা ওই দুর্ঘটনায় বিশেষ আঘাত পাননি কংগ্রেস নেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen