হাথরসের যাওয়ার পথে আটকানো হল রাহুল-প্রিয়াঙ্কাকে

এর মধ্যে প্রিয়াঙ্কা ভদরা সেখানে পৌঁছলে পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি হয়।

October 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
https://www.facebook.com/DrishtibhongiIN/videos/702519883687024/

হাথরসের নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানাতে যাওয়ার পথে আটকে দেওয়া হল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা ভদরাকে। আজ আগাম ১৪৪ ধারা জারি করা হয় ঐ এলাকায়। হাথরসের ঘটনার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকে। এরই মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা ভদরা দিল্লী-উত্তরপ্রদেশ সীমানায় পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়।

প্রিয়াঙ্কা বলেন, হাথরসের ঘটনার দায় নিতে হবে যোগী আদিত্যনাথকে। গত বছর এই সময় উন্নাও এর নির্যাতিতার জন্য প্রতিবাদে মুখরিত হয়েছিল সারা দেশ। আর আজ হাথরসের নির্যাতিতার জন্য। এক বছরে উত্তরপ্রদেশে কিছুই বদলায়নি, দাবি প্রিয়াঙ্কার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen