চলছে ছাত্র আন্দোলন, তার মাঝে এবার অসন্তোষ বিশ্বভারতীর অধ্যাপকদের মধ্যেও

বিশ্বভারতী সূত্রে খবর, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও কর্তৃপক্ষ কোনও সাড়া না দেওয়ায় ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করছেন অধ্যাপকরা। পড়ুয়াদেরদের আন্দোলনের জেরে পরিস্থিতি এখন কোন দিকে দাঁড়ায় সে দিকেই তাকিয়ে রয়েছেন সব মহল।

March 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ছাত্র আন্দোলনের অসন্তোষ ছড়াল বিশ্বভারতীর অধ্যাপকদের মধ্যেও। এই মুহূর্তে তাঁরা কর্তৃপক্ষের ডাকে সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছেন সেন্ট্রাল অফিসের সামনে। কিন্তু কর্তৃপক্ষের কোনও সাড়া না পাওয়ায় ক্ষুব্ধ অধ্যাপক কর্মীরাও। কেন আমরা এখানে দাঁড়িয়ে আছি এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিশ্বভারতীর এক অধ্যাপককেও।

উল্লেখ্য, হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে সোমবার থেকে ধর্মঘট ও আন্দোলনে কার্যত অচল বিশ্বভারতী। প্রায় ২৪ ঘন্টা ধরে আটক রয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল। ভোর রাতে তিনি বেরোবার চেষ্টা করলে পড়ুয়াদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে তাঁকে প্রতিহত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠক আজ বৈঠক ডাকা হয়। বিশ্বভারতীর কর্তৃপক্ষের ডাকা ওই বৈঠকে মঙ্গলবার সকাল থেকেই সমবেত হয়েছেন অধ্যাপক ও কর্মীরা।

বিশ্বভারতী সূত্রে খবর, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও কর্তৃপক্ষ কোনও সাড়া না দেওয়ায় ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করছেন অধ্যাপকরা। পড়ুয়াদেরদের আন্দোলনের জেরে পরিস্থিতি এখন কোন দিকে দাঁড়ায় সে দিকেই তাকিয়ে রয়েছেন সব মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen