তদন্তে অগ্রগতি, নাগরাকাটা কাণ্ডে গ্রেপ্তার ২, তল্লাশি চলছে বাকি অভিযুক্তদেরও

October 8, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের জলপাইগুড়ি সদরে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাকি ছয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ বলেন, “দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” তবে ধৃতদের নাম ও রাজনৈতিক পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়েও প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

 

উল্লেখ্য, গত সোমবার নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর চোট পান সাংসদ, চোখের নীচের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি উত্তরবঙ্গের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

 

এই ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে বলেন, “চ্যারিটি বিগিনস অ্যাট হোম! ঘটনা ঘটেছে বিজেপি অধ্যুষিত এলাকায়, এমপি, এমএলএ-সবই বিজেপির। তাহলে দায় কার?” তাঁর এই মন্তব্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

পুলিশের তদন্ত চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নাগরাকাটা কাণ্ডে এই গ্রেপ্তারকে রাজ্য প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen