হাসপাতালে মোবাইল শ্যাডো জোনে রেডিও ওয়্যারলেস সেট ব্যবহারের প্রস্তাব

দীর্ঘদিন ধরে অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে। সুন্দরবন অঞ্চল-সহ বাংলার বহু এলাকায় মোবাইল শ্যাডো জোন রয়েছে

September 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একাধিক হাসপাতালের ভিতরে থাকে মোবাইল শ্যাডো জোন। সেখান থেকে ফোন করা মুশকিল। শ্যাডো জোন নিয়ে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিবকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। তাদের দাবি, শ্যাডো জোন থেকে কোনও সংকেত পাঠাতে রেডিও ওয়্যারলেস সেট ব্যবহার করা যেতে পারে। থাকবে প্যানিক বাটনও। যাতে চাপ দিলেই হাসপাতালের কন্ট্রোল রুম এবং স্থানীয় থানায় খবর পৌঁছে যাবে। স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

দীর্ঘদিন ধরে অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে। সুন্দরবন অঞ্চল-সহ বাংলার বহু এলাকায় মোবাইল শ্যাডো জোন রয়েছে। অ্যামেচার রেডিও ক্লাবের সাহায্যে নির্বাচনের সময় সেখানে বুথ করা হয়। মোবাইল শ্যাডো জোন নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংস্থার। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, তারা দেখেছেন, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় বড় হাসপাতালের ভিতর নেটওয়ার্কের সমস্যা রয়েছে। মোবাইল ফোনের চেয়েও ছোট আকারের এক ধরনের রেডিও ওয়ারলেস সেট পাওয়া যায়। রেঞ্জ ২ কিলোমিটার। লাইসেন্স এবং বিনা লাইসেন্স দু’ধরনের সেট রয়েছে। সেটের ভিতরে প্যানিক বাটন থাকে। যেখানে নেটওয়ার্ক নেই, সেখানে প্যানিক বাটন প্রেস করলে হাসপাতালের কন্ট্রোল রুম এবং থানায় খবর যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen