ফের একসাথে প্রসেনজিৎ-দেবশ্রী?

তবে এবার আশা করি একটা সুন্দর গল্পের মাধ্যমে তিনটে চরিত্রের টানাপোড়েন আমরা দেখতে পাব, এমনটাই আশা দর্শকদের।

January 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সব ঠিকঠাক থাকলে ২০২১ সালে বাংলা ছবির দর্শক পেতে চলেছে এক বিশাল বড় চমক। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালনায় ফিরতে পারেন নয়ের দশকের দুই সুপারহিট জুটি। প্রসেনজিৎ-দেবশ্রী আর প্রসেনজিৎ (Prosenjit)-ঋতুপর্ণা।

প্রায় পনের বছরের বরফ গলিয়ে ‘প্রাক্তন’ ছবিতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। এবার ২০ বছরের বরফ ২৫ বছরের বরফ গলে একই ছবিতে প্রসেনজিৎ-দেবশ্রীকে দেখা যায় কিনা সেটা সময়ের অপেক্ষা।

প্রভাত রায়ের ‘লাঠি’ বা ‘নাগ পঞ্চমী’ ছবিতে এই তিনজনকে দেখা গেলেও একসাথে সেরকম দেখা যায়নি। তবে এবার আশা করি একটা সুন্দর গল্পের মাধ্যমে তিনটে চরিত্রের টানাপোড়েন আমরা দেখতে পাব, এমনটাই আশা দর্শকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen