টলিপাড়ায় ফের করোনার হানা, রিপোর্ট পজিটিভ প্রসেনজিৎ-স্বস্তিকার

একই দিনে একই রোগে আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তাঁর স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ।

January 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ছবির ‘ইন্ডাস্ট্রি’ তিনি। রক্ষা পেলেন না কোভিডের হাত থেকে। বুধবার কোভিড পজিটিভ রিপোর্ট পেলেন নায়ক। জানালেন টুইটারে।

টুইট করলেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’

বুধবারই এই তালিকায় নতুন সংযোজন, স্বস্তিকা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই খবর। এদিন নিজের ইনস্টাগ্রামে স্বস্তিকা একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, ‘শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই।’ প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ঠাট্টা করেই লিখছেন এই ঢেউ করোনার থাবা থেকে কারও বাঁচা একেবারে অসম্ভব। সেই মজা মাথায় রেখেই পোস্ট অভিনেত্রীর।

‘যমের অরুচি’ নন তিনি, অর্থাৎ করোনা আক্রান্ত হয়েছেন। তবে মেয়ে অন্বেষা কেমন আছে সে কথা উল্লেখ করেননি। তাঁর পোস্টে দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই মন্তব্য করেছেন। 

একই দিনে একই রোগে আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তাঁর স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen