প্রথমবার জিৎ-প্রসেনজিতের যুগলবন্দি

খুব শীঘ্রই যে এই সুখবর দিতে চলেছেন তাঁরা সেটাও এদিন বলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

March 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘খাকি- দ্যা বেঙ্গল চ্যাপ্টার’- এরপর বাংলায় ‘জিৎ-প্রসেনজিৎ’ জুটির নতুন ছবির আভাস দিলেন টলিউডের ‘বুম্বাদা’। খুব শীঘ্রই যে এই সুখবর দিতে চলেছেন তাঁরা সেটাও এদিন বলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘নেটফ্লিক্স’-এর ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজের প্রচারে কলকাতায় প্রথমবার একসঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎকে। উপস্থিত ছিলেন বাকি শিল্পীরাও। এদিন ‘বুম্বাদা’ বলেন, “জিতের প্রযোজনা সংস্থায় ‘আয় খুকু আয়’ ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি। আমরা প্রত্যেক সপ্তাহে ফোনে কথা বলতাম এবার একসঙ্গে কিছু করা উচিত। এই কাজটাই হয়তো প্রথম হওয়ার ছিল। এই কাজের সঙ্গে বাংলার যোগাযোগ আছে, কলকাতাতেই আমরা প্রথম দিনে শুটিং করি।”

এক রাজনৈতিক নেতার ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জিৎ একজন পুলিস অফিসার। প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন তাঁরা। সৌজন্যে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। পর্দায় দুই নায়কের সম্পর্কটা পাশাপাশি নাকি মুখোমুখি? না! তা খোলসা করেননি কেউই। কিন্তু তাঁদের প্রথমবার একসঙ্গে অভিনয় করার জন্য টলিউড থেকে পাড়ি দিতে হল মুম্বই। জিৎ-এর প্রযোজনার সঙ্গে অভিনেতা প্রসেনজিতের সহাবস্থান ঘটলেও, সহ অভিনেতা হিসেবে দুই ভিন্ন প্রজন্মের হিরোকে ক্যামেরার সামনে সংলাপ বিনিময় করতে দেখা যাবে প্রথমবার। ‘বুম্বাদার সঙ্গে আমার অনেকদিনের সম্পর্ক। বহু পুরনো কেমিস্ট্রি আমাদের। আমরা একসঙ্গে ইন্ডাস্ট্রি সংক্রান্ত অনেক কাজের সঙ্গে যুক্ত থেকেছি। আর্টিস্ট ফোরামের নানা কাজ করেছি। কাকতালীয়ভাবে এর আগে আমরা কোনওদিন স্ক্রিন শেয়ার করিনি। এই প্রথম করলাম। তবে এটা নিশ্চিত করে বলতে পারি ভবিষ্যতে আমরা আরও কাজ করব। বাংলায় তো করবই। শুরুটা যখন হয়েই গিয়েছে, অপেক্ষা করুন। খুব শীঘ্রই আরও নতুন চমক আসতে চলেছে এবং সেটা বাংলায়’, স্পষ্ট বললেন জিৎ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen