বাংলা ভাষাকে কটাক্ষের প্রতিবাদ এবার চলচ্চিত্রে – আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’।

August 21, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৫: ভারতের পৌরাণিক ইতিহাসে পরশুরামের নাম যেন এক রহস্যে ঢাকা অধ্যায়। বিশ্বামিত্র, বিষ্ণু কিংবা রামের মতো জনপ্রিয় নন তিনি। অথচ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও পরশুরাম ছিলেন একাধারে যোদ্ধা, আবার পরাক্রমশালী অবতার। ভারতের পৌরাণিক ইতিহাসের অচেনা অধ্যায় এবার সিনেমায়। ব্রাহ্মণ হয়েও যোদ্ধা— পরশুরামের কাহিনি প্রথমবার উঠে আসছে চলচ্চিত্রে। ভিএফএক্স-সমৃদ্ধ এই ছবিতে থাকবে যুদ্ধ, প্রতিশোধ আর আত্মত্যাগের মহাকাব্যিক কাহিনী।

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’। নামভূমিকায় দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। তিনি ছাড়াও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, প্রদীপ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসেন-সহ বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতারা।

রাজশেখর বসু ‘পরশুরাম’ ছদ্মনামে, একসময় বাংলা ভাষায় বিপ্লব এনেছিলেন। এখানে দেখানো হবে রাজশেখর বসুকে খুঁজছেন বর্তমান সময়ের ফিল্মমেকার রাজশেখর চন্দ। ‘রাজশেখর চন্দ’র চরিত্রে দেখা মিলবে প্রসেনের।

বেশ কিছুদিন ধরেই বাংলা ভাষা ও ভাষাভাষির মানুষদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। রাজ্যর বাইরে অনেক ক্ষেত্রে বাংলায় কথা বললে তাঁকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই সবটার প্রতিবাদ হয়েই যেন রাজশেখরের হাত ধরে ফিরছেন রাজশেখর বসু।

রাজশেখর বসুর বংশধর তাঁর প্রপৌত্র শ্রী সৌম্য শঙ্কর বসু নানা তথ্য দিয়ে সাহায্য করেছেন। এই ছবিতে বিশ্বজিৎ চক্রবর্তীকে যে চশমা ও ঘড়ি ব্যবহার করতে দেখা যাবে তা রাজশেখর বসুর নিজস্ব।

পরিচালক অভিজিত মনে করেন যে “আমরা এক দিকে দেশের স্বাধীনতা দিবস পালন করি। অন্য দিকে, ইংরেজি ভাষায় আগামী প্রজন্মকে শিক্ষিত করছি।” পরিচালকের আফসোস, রাজ্যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বাড়বাড়ন্ত। বাংলা মাধ্যম স্কুল তাই পিছিয়ে পড়ছে। অন্য দিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলা ভাষা বাঁচাও’ আন্দোলনে পথে নামছেন। একটি ভাষার অপমৃত্যুর আশঙ্কা থেকেই তাঁর মনে হয়েছে, রাজশেখর বসুর অবদান এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকার কথা এই প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen