SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, ঠাকুরনগরে আমরণ অনশনে মমতাবালা ঠাকুরের অনুগামীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১০: ঠাকুরনগরে SIR-র বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন মতুয়া অনুগামীরা। পূর্বঘোষণা অনুযায়ী, রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamata Bala Thakur) অনুগামী মতুয়া সম্প্রদায়ের (Matua Mahasangha) সদস্যরা বুধবার বনগাঁর ঠাকুরনগরের (Thakurnagar) বাড়িতে আমরণ অনশনে বসেছেন।

রবিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের (All India Matua Mahasangha – AIMMS) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ঠাকুরবাড়িতে, যেখানে আন্দোলনের রণকৌশল নির্ধারণ করা হয়। সূত্রের খবর, বৈঠকে মূলত দু’টি বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়- প্রথমত, এসআইআর প্রক্রিয়ায় মতুয়া ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা কী ভাবে মোকাবিলা করা যায়। দ্বিতীয়ত, প্রয়োজনে আন্দোলন কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মতুয়া মহাসঙ্ঘের একাংশের অভিযোগ, ভোটার তালিকা পর্যালোচনার নামে সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। রবিবার মমতাবালার অনুগামী মতুয়ারা আমরণ অনশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

মতুয়া মহাসঙ্ঘের একাংশের অভিযোগ, ভোটার তালিকা (Voter List) পর্যালোচনার নামে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পূর্বঘোষণা মতো ঠাকুরনগরে (Thakurnagar) এসআইআরের (SIR) বিরুদ্ধে আমরণ অনশনে বসলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মতুয়া অনুগামীরা। বুধবার বনগাঁর ঠাকুরনগরের বাড়িতে অনশনে বসেছেন তাঁর অনুগামীরা।

বুধবার সকালে নিজের ফেসবুকের দেওয়ালে মমতাবালা লেখেন,“বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ দিয়ে নাগরিকত্ব নয়, ২০২৪ সাল পর্যন্ত ভারতবর্ষে স্থায়ী ভাবে বসবাসকারী মতুয়া-সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নতুন আইন প্রণয়ন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।” তিনি আরও লেখেন, “এসআইআরের নাম করে ভারতবর্ষে স্থায়ী ভাবে বসবাসকারী মতুয়া-সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের ভোটের অধিকার বাতিলের চক্রান্তের প্রতিবাদে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাধু, গোঁসাই, পাগল ও মতুয়া ভক্তদের আমরণ অনশন আজ থেকে।”