চিকিৎসা মিলছে না, SSKM-এ ক্ষোভ উগড়ে দিচ্ছেন রোগীরা

একই অভিযোগ দীপক মজুমদারের (নাম পরিবর্তিত)। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে দর কষাকষি করছিলেন। কী হয়েছে?

August 20, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার দুপুর। ফাঁকা ফাঁকা এসএসকেএম হাসপাতাল চত্বর। গত কয়েকদিন ধরেই অবশ্য হাসপাতালের পরিচিত সেই ভিড় উধাও। সাদা পাঞ্জাবি গায়ে একটি ছোট্ট ছেলে একটি স্ট্রেচার টেনে নিয়ে যাচ্ছে। স্ট্রেচারে শুয়ে তার দিদা। কষ্ট হচ্ছে একা টানতে। কিন্তু দিদাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য নাছোড়বান্দা সে। সকাল থেকে দিদা পেটের ব্যথায় কাতর। তাঁকে নিয়ে মা ও সে মিনাখাঁ থেকে ছুটে এসেছে পিজিতে। কিন্তু ভর্তি নেয়নি হাসপাতাল। প্রেসক্রিপসনের উপর হাসপাতালের স্ট্যাম্প, বেড খালি নেই। মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে, ‘পরিস্থিতি ভালো নয়। শম্ভুনাথ পণ্ডিতে নিয়ে যান।’ ইমার্জেন্সির সামনে দাঁড়িয়ে এনিয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন বৃদ্ধার মেয়ে রোজিনা বিবি (নাম পরিবর্তিত)। তাঁর দাবি, ‘বেড খালি ছিল। প্রথমে বলল, হয়ে যাবে। এখন বলছে হবে না।…ডাক্তারবাবুদের আন্দোলন চলুক। কিন্তু একজনের জন্য বিচার চাইতে গিয়ে আমাদের কেন এভাবে মরতে হবে!’ তাঁর অভিযোগ, ‘বেড যে খালি নেই, তা নয়। হাসপাতাল তো ফাঁকা। লোকজনই নেই। তবুও এমন করছে! কোথায় যাব বলুন তো!’ বলতে বলতে তাঁর চোখের কোণ চিকচিক করে উঠল।

একই অভিযোগ দীপক মজুমদারের (নাম পরিবর্তিত)। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে দর কষাকষি করছিলেন। কী হয়েছে? ‘এখন খুব ইমার্জেন্সি অবস্থা। কিছু বলতে পারব না। হাসপাতাল থেকে বলল, ভর্তি নেওয়া যাবে না।’ কার্ডিওলজির ইমার্জেন্সি একেবারে শুনশান। সেখানকার নিরাপত্তারক্ষী জানালেন, মূল ইমার্জেন্সি থেকে রেফার করলে তবেই এখানে রোগী আসছে। বলতে বলতে হাতে কাগজ নিয়ে হন্তদন্ত হয়ে ঢুকলেন সুধন্য পাত্র। তাঁর স্ত্রী’র ইসিজি করাতে হবে। নিরাপত্তারক্ষী তাঁকে জানিয়ে দিলেন, ‘পরিস্থিতি ভালো না। আগামী সোমবার আসুন।’

আর জি করের ঘটনা সামনে আসার পর থেকে দফায় দফায় ধর্মঘট, কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকরা। এর প্রভাব পড়েছে সার্বিক চিকিৎসা ক্ষেত্রে। হাসপাতালে এসে বহু রোগীকে ফিরে যেতে হচ্ছে বিনা চিকিৎসায়। অসহায়ভাবে মৃত্যু ঘটছে অনেকের। সপ্তাহখানেক ধরে চলছে এই পরিস্থিতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen