NREGA-র বকেয়া না মেটালে পুজোর পর দিল্লিতে আন্দোলন, হুঁশিয়ারি অভিষেকের

নারেগার বকেয়া ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগকে সামনে রেখে বিজেপিকে (BJP) ঘিরে চাপ বাড়াতে সক্রিয় হল তৃণমূল কংগ্রেস (TMC)।

September 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২২: নারেগার বকেয়া ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগকে সামনে রেখে বিজেপিকে (BJP) ঘিরে চাপ বাড়াতে সক্রিয় হল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার দিল্লিতে দলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানালেন, পুজোর পরও টাকা না এলে ফের আন্দোলনে নামবে তৃণমূল।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট (Vice-president Election) দিতে এদিন দিল্লিতে যান অভিষেক। ভোটগ্রহণের আগে সংসদ ভবনের দলীয় অফিসঘরে তিনি উপস্থিত ছিলেন। নিশ্চিত হওয়ার পর যে তৃণমূলের সব ৪১ সাংসদ ভোট দিয়েছেন, তারপরই ভোট দেন তিনি। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “বারবার প্রমাণ হচ্ছে বিজেপি বাংলা বিরোধী। তা না হলে কেউ নারেগার (NREGA) টাকা আটকে রাখতে সুপ্রিম কোর্টে যায়?”

অভিষেকের অভিযোগ, নারেগার বকেয়া মেটাতে কেন্দ্র ইচ্ছাকৃত টালবাহানা করছে। শিবরাজ সিং চৌহানের সঙ্গেও বৈঠকের সময় চাওয়া হয়েছিল, কিন্তু তিনি এড়িয়ে গেছেন। তাঁর কথায়, “মন্ত্রী সময় দিচ্ছেন না কারণ আসলে টাকা মেটাবেন না বলেই এড়িয়ে যাচ্ছেন।”

এদিন তিনি আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যে যদি বাংলাভাষীদের ওপর নতুন করে অত্যাচারের ঘটনা সামনে আসে, তৃণমূল সেই ইস্যুতেও সরব হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen