আগামী বছরের বইমেলার সূচি স্থির করতে মাস মাইনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিচ্ছে গিল্ড

সংখ্যাগরিষ্ঠ মধ্যবিত্ত বাঙালি যেহেতু মাস মাইনের উপরেই নির্ভরশীল তাই স্টলে স্টলে গিয়ে বই নিয়ে নাড়াচাড়া করলেও কিনছেন না

January 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গত কয়েক দিন ধরেই কলকাতা বইমেলা উপচে পড়েছে ভিড়। ২৮ জানুয়ারি ছিল বইমেলার শেষ রবিবার। ছুটির দিনে বইমেলায় উপচে পড়া ভিড়ের আশা করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু রবিবার প্রত্যাশা মতো ভিড় হয়নি কলকাতা বইমেলায়। গুটি কতক প্রকাশনী সংস্থার স্টলে ভিড় ছাড়া রবিবারের নিরিখে অনেকটা ফাঁকাই ছিল বইমেলা প্রাঙ্গন। ভিড় অনুযায়ী প্রত্যাশা মতো বিক্রি হয়নি।

আসলে বই কিনত গেলে তো প্রয়োজন টাকার। সংখ্যাগরিষ্ঠ মধ্যবিত্ত বাঙালি যেহেতু মাস মাইনের উপরেই নির্ভরশীল তাই স্টলে স্টলে গিয়ে বই নিয়ে নাড়াচাড়া করলেও কিনছেন না। কেননা এবার বইমেলার যবনিকা নামছে মাসের শেষেই। তাই সামনের বছর থেকে ২৩ ও ২৬ জানুয়ারিকে সামনে রেখে একেবারে ফেব্রুয়ারি মাসের গোড়া পর্যন্ত কলকাতা বইমেলা করার পরিকল্পনা নিয়েছে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

গতবার ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছিল ৩০ জানুয়ারি। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। দু’টি শনিবার ও দু’টি রবিবার মিললেও ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারির মতো বাড়তি ছুটি মেলেনি ওই বছর। কিন্তু, তা সত্ত্বেও ২৬ লক্ষ মানুষ হাজির হয়েছিলেন মেলায়। বই বিক্রি হয়েছিল ২৫ কোটি টাকার। এবার ৪৭তম কলকাতা বইমেলা শুরু হয়েছে ১৮ জানুয়ারি। শেষ হচ্ছে আগামীকাল, ৩১ জানুয়ারি। দু’সপ্তাহের মধ্যে দু’টি শনিবার, দু’টি রবিবার ছাড়াও ২৩ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি মিলিয়ে ছ’টি ছুটির দিন মিলেছে। তাই ভিড় হয়েছে গতবারের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। কিন্তু, সোমবার পর্যন্ত বিক্রি গড়ে ১০ শতাংশ বেড়েছে। ভিড় অনুযায়ী আরও বিক্রির প্রত্যাশা করেছিলেন প্রকাশকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen