‘মহিলা সুরক্ষা নম্বর’ চালু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের, সুবিধা পাবেন ঘুরতে আসা পর্যটকেরাও
মহিলা সুরক্ষা নম্বর চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, ২৪ ঘণ্টা খোলা থাকবে হেল্পলাইন। যেকোনও সময়ে পুলিশের সাহায্য পাবেন মহিলারা। দিঘা-সহ জেলার পর্যটনকেন্দ্রগুলিতে কোনও অসুবিধায় পড়লে মহিলা পর্যটকেরা ৯৮০০৭৭৫৯৯৯ নম্বর ডায়াল করতে পারেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলা সুরক্ষা নম্বর চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, ২৪ ঘণ্টা খোলা থাকবে হেল্পলাইন। যেকোনও সময়ে পুলিশের সাহায্য পাবেন মহিলারা। দিঘা-সহ জেলার পর্যটনকেন্দ্রগুলিতে কোনও অসুবিধায় পড়লে মহিলা পর্যটকেরা ৯৮০০৭৭৫৯৯৯ নম্বর ডায়াল করতে পারেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য জানান, ৯৮০০৭৭৫৯৯৯ নম্বরে ফোন করার পাশাপাশি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে। জেলাজুড়ে পুলিশের ‘স্পেশ্যাল রেসপন্স টিম’কে আরও বেশি করে সচল করা হয়েছে। দিনে হোক বা রাতে যেকোনও সময় যে কেউ বিপদে পড়লে হেল্পলাইন নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেও পুলিশের সাহায্য নিতে পারেন।
জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগের নম্বর পেয়ে যাবেন সাহায্যপ্রার্থীরা। পুলিশ সূত্রে খবর, জেলার যে সমস্ত জায়গায় ‘ব্ল্যাক স্পট’ রয়েছে, সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে। অন্ধকারের সুযোগ নিয়ে যেখানে দুষ্কৃতীদের গতিবিধি বাড়িতে পারে, সেই জায়গাগুলিকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। মহিলা সুরক্ষার জন্য কেবল জেলাস্তরে মহিলা বাহিনীর ‘উইনার্স টিম’ ছিল। এবার মহকুমা ভিত্তিক উইনার্স টিম কাজ করবে। দীঘা, হলদিয়ার পাশাপাশি, এবার থেকে কাঁথি, এগরাতেও তাঁরা কাজ করবেন।
য়ে জেলার মেডিক্যাল কলেজ-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলির নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। পুলিশ সুপার বলেন, জেলার পর্যটনকেন্দ্রগুলি বিশেষ করে দীঘা, মন্দারমণি, তাজপুর প্রভৃতি এলাকায় পুলিশ কিয়স্ক পুরোদস্তুর সচল করা হয়েছে। ‘মহিলা সুরক্ষা’ নম্বরটি আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।