সংসদে এবার পুরীর রথের চাকা!

সম্প্রতি লোকসভার স্পিকার (Lok Sabha Speaker) ওম বিড়লার (Om Birla) পুরী সফর গিয়েছিলেন, তখনই এই উদ্যোগের সূচনা হয়।

September 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৮: পুরীর (Puri) জগন্নাথদেবের (Jagannath) রথের চাকা থাকবে এবার দিল্লির সংসদেও (Parliament of India)। লোকসভার (Lok Sabha) সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শীঘ্রই সংসদ প্রাঙ্গণে রাখা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের প্রতিটি থেকে একটি করে চাকা। তবে এখনও ঠিক হয়নি, সংসদের কোন অংশে রাখা হবে এই চাকা। তবে জানা গেছে, নান্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন রথ থেকে আনা হবে এই তিন প্রতীকী চাকা।

সম্প্রতি লোকসভার স্পিকার (Lok Sabha Speaker) ওম বিড়লার (Om Birla) পুরী সফর গিয়েছিলেন, তখনই এই উদ্যোগের সূচনা হয়। মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়, যা তিনি সাদরে গ্রহণ করেন। সংসদে রথের এই চাকাগুলি ওড়িশার (Odisha) ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে সংসদে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে।

প্রতি বছর জুনে অনুষ্ঠিত রথযাত্রার (Rathyatra) শেষে বিশাল রথগুলি ভেঙে ফেলা হয়। নতুন কাঠ দিয়ে তৈরি হয় পরের বছরের রথ। প্রায় ২০০ জন কারিগর মাত্র ৫৮ দিনে গড়ে তোলেন ৪৫ ফুট উঁচু, ২০০ টনেরও বেশি ওজনের এই রথগুলি। কোনও যন্ত্র নয়, শুধুই লাঠির মাপ দিয়েই চলে রথ নির্মাণের ঐতিহ্য। এবার সেই ঐতিহাসিক রথযাত্রার এক একটি অংশ পৌঁছে যাবে দিল্লির পার্লামেন্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen