পুরুলিয়া বহিরাগতদের প্রত্যাখান করেছে, যোগীর সভায় ফাঁকা মাঠ: অভিষেক

পুরুলিয়া বহিরাগতদের প্রত্যাখ্যান করেছে।

March 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের বিজেপির স্টার প্রচারকের সভায় ভরল না মাঠ। প্রচারকও যেমন তেমন নন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুরে যোগীর সভায় মাঠ ছিল অর্ধকের বেশি খালি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এদিন ভিড় না হওয়ায় তৃণমূলকে বেঁধেন আদিত্যনাথ। বলেন, বিজেপি সমর্থকদের সভায় যোগদানে বাধা দেওয়া হচ্ছে। আমি হেলিকপ্টার থেকে দেখেছি হাজার হাজার মানুষ সভার দিকে আসছেন। 

সঙ্গে গত লোকসভা নির্বাচনে রাজ্য সরকার যে তাঁর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি তাও মনে করিয়ে দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গত নির্বাচনে আমার হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি রাজ্য সরকার। ঝাড়খণ্ডে নেমে গাড়িতে করে আমাকে এখানে আসতে হয়েছিল। তাই বার প্রচার শুরু করছি পুরুলিয়া থেকে।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আদিত্যনাথ বলেন, ‘আগে জয় শ্রী রাম বললে রেগে যেতেন মমতা। এখন তাঁকেই চণ্ডীপাঠ করতে হচ্ছে।’ সঙ্গে বলেন, বিজেপি ক্ষমতায় এলে উত্তর প্রদেশের মতো পশ্চিমবঙ্গও উন্নয়নের পথে ছুটবে। 

এদিন আদিত্যনাথের সভায় ভিড় না হওয়াকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সভা করতে উত্তর প্রদেশ থেকে যোগী আদিত্যনাথকে আনছে। কিন্তু তাঁর সভায় লোক হচ্ছে না। পুরুলিয়া বহিরাগতদের প্রত্যাখ্যান করেছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen