পুরুলিয়ার পুলিশ সুপারকে সরাল কমিশনে, রদবদলের তালিকায় আরও কাদের নাম?
ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক, পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু ও পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাসকে সরানো হয়েছে।
May 20, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের রাজ্য পুলিশে রদবদল। মোদীর সভার দিনই পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক, পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু ও পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাসকে সরানো হয়েছে। নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার রবিবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দেন।
উল্লেখ্য, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে একুশের বিধানসভা নির্বাচনের সময় ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন তিনি। সে’সময়ও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।