আল্লু অর্জুনের গ্রেপ্তারিতে উপচে পড়ছে ভাঁড়ার কত আয় করল ‘পুষ্পা ২: দ্য রুল’?

শুধু ভারতে আটশো কোটির বেশি ব্যবসা করে ফেলল। হিন্দি ভাষায় ছবির আয় পাঁচশো কোটি ছাড়িয়েছে।

December 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বক্স অফিসে আয়ের নিরিখে একের পর এক রেকর্ড ভাঙছে ‘পুষ্পা ২: দ্য রুল’। সারা বিশ্বে আয়ের নিরিখে ইতিমধ্যেই হাজার কোটি ছাড়িয়েছে দক্ষিণী ছবি। শুধু ভারতে আটশো কোটির বেশি ব্যবসা করে ফেলল। হিন্দি ভাষায় ছবির আয় পাঁচশো কোটি ছাড়িয়েছে।

শুক্রবার দিনভর যা চলেছে, তা সিনেমাকেও হার মানায়। গ্রেপ্তারি, জেল হেপাজত, অন্তর্বর্তী জামিন; এসব নিয়ে সরগরম ছিল সিনেদুনিয়া। তাতেই ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার আয় তরান্বিত হয়েছে। শনিবারের হিসেবে সারা বিশ্বের ছবির আয় ছিল ১০৬৭ কোটি টাকা। দেশে ছবির মোট আয় ৮২৪ কোটি টাকা। শোনা যাচ্ছে, আল্লুর গ্রেপ্তারির পর ছবির আয় ৭১ শতাংশ বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen