ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে মোদীকে ফোন পুতিনের, ইউক্রেন যুদ্ধ নিয়ে কী জানালেন তিনি?
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে কী কথা হয়েছে, তা ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৩: আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে কী কথা হয়েছে, তা ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবারের টেলিফোনালাপে শান্তিপূর্ণ সমাধানের উপরই জোর দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা রুশ-ইউক্রেন সংঘাতে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদী। তিনি পুনরায় বলেছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানই একমাত্র পথ।
আলাস্কায় বৈঠকের আগে ‘ফক্স নিউজ রেডিয়ো’-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের উপর শুল্ক নিয়ে ফের মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে। তবে নয়াদিল্লি থেকে এমন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
ভারত সরকারের দাবি, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত থাকবে এবং দেশের স্বার্থে কোনও আপস করবে না মোদী সরকার। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও স্পষ্ট করে দিয়েছেন, “ভারত এখন অনেক শক্তিশালী রাষ্ট্র। আমরা মাথা নত করব না।”
ফোনালাপের কথা নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ, আলাস্কায় রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কথাবার্তা ফোনে ভাগ করে নেওয়ার জন্য। ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। এই বিষয়ে আগামী দিনেও মত বিনিময় অব্যাহত থাকবে বলে আশা করি।”
উল্লেখ্য, গত শনিবার আলাস্কায় তিন ঘণ্টার বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও পুতিন। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট দাবি করেছিলেন, বৈঠকটি “সময়োপযোগী” ও “খুব কার্যকর” হয়েছে। তবে সমাধান সূত্র মেলেনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেন ক্রাইমিয়া ফেরত পাওয়ার আশা না করেন। একইসঙ্গে ন্যাটোর সদস্যপদের দাবি থেকেও সরে আসতে বলেছেন তিনি। এই বার্তাই জেলেনস্কির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে কূটনৈতিক চাপে ফেলেছে কিয়েভকে।