কোথায় এক কোটি রোহিঙ্গা? খসড়া ভোটার তালিকা প্রকাশ আবহে উঠছে প্রশ্ন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: SIR-র ইনিউমারেশন পর্ব শেষ হয়েছে। আজ প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা। কত ভোটারের নাম বাদ পড়েছে, কত মৃত, কত স্থানান্তরিত, কতজন ভুয়ো ভোটার– সবই উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮। নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮, অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার, ভূতুড়ে ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।
ইতিমধ্যেই ভুয়ো বা ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে তরজা শুরু হয়েছে। বিজেপি নেতারা SIR ইস্যুকে অনুপ্রবেশের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, বাংলায় ১ কোটি রোহিঙ্গা, বাংলাদেশি রয়েছে, সকলে অনুপ্রবেশকারী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। আজ, মঙ্গলে প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের দোরগোড়ায় দেখা গেল, ভুয়ো ভোটারের সংখ্যা নাম মাত্র। কোথায় ১ কোটি! সংখ্যাটা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮। তাও অভিযোগ জানানোর অবকাশ থাকছে।
দাবি করা হয়েছিল, ভোটার তালিকায় ‘ভূত’ খুঁজতে বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছে। বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলি বার বার অভিযোগ তুলে এসেছে, ভুয়ো ভোটারের জেরেই নাকি শাসকদল তৃণমূল জিতে যাচ্ছে ভোটে। বিরোধী দলনেতা দাবি করেছিলেন, বাংলায় অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা মিলিয়ে নাকি প্রায় ১ কোটি মানুষ রয়েছেন। কিন্তু SIR-র প্রাথমিক পর্বের পর দেখা যাচ্ছে খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যাটা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।