রাজ্যের নয়া লোকাযুক্ত নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত

December 1, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫০: রাজ্যের নতুন লোকাযুক্ত (Lokayukta) পদে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত (Rabindranath Samanta)। নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত লোকায়ুক্ত কমিটির বৈঠকে তাঁর নাম চূড়ান্ত হয়। একই বৈঠকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্বভার দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে (Jyotirmoy Bhattacharya)।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি আগেই জানিয়ে দেন যে বৈঠকে যোগ দেবেন না। ফলে বিরোধী দলনেতাকে ছাড়াই বৈঠক সম্পন্ন হয়।

বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ১৯৮৭ সালে বিচারব্যবস্থায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (সিনিয়র ডিভিশন), জেলা ও দায়রা জজ, কলকাতা সিটি সিভিল কোর্টের প্রধান বিচারক এবং হাইকোর্টের রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন এবং ২০২৩ সালের ২৪ জুন অবসর গ্রহণ করেন।

প্রতি বছর নির্দিষ্ট সময়ে নবান্নে লোকায়ুক্ত কমিটির বৈঠক হয়। রীতি অনুযায়ী বিরোধী দলনেতার উপস্থিতি প্রত্যাশিত হলেও শুভেন্দু অধিকারী গত চার বছর ধরে এ ধরনের বৈঠকে যোগ দেননি। এমনকি তথ্য কমিশনার নিয়োগ কিংবা লোকায়ুক্ত গঠন নিয়ে বিধানসভায় আয়োজিত বৈঠকেও তিনি অংশ নেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen