যোগীরাজ্যে পাঠ্যবই থেকে বাদ Rabindranath Tagore? তৃণমূল সাংসদের প্রশ্নে জবাব এড়াল কেন্দ্র

বাঙালি হেনস্থা ও বাংলা ভাষার অপমানের আবহে রবীন্দ্রনাথের লেখা বাদ যাওয়ায় ফের একবার বিজেপির বাঙালি বিদ্বেষী চেহারাটা প্রকাশ্যে চলে এলো।

August 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
যোগীরাজ্যে পাঠ্যবই থেকে বাদ Rabindranath Tagore? তৃণমূল সাংসদের প্রশ্নে জবাব এড়াল কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: মোদী আমলে বার বার শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। বাদ পড়ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ একাধিক কৃতি ও বরেণ্য মুক্তমনা মানুষের সৃষ্টি। ফের একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা বাদ দেওয়ার অভিযোগ উঠছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যবই থেকে। যার প্রেক্ষিতে সংসদে লিখিত প্রশ্ন করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন, উত্তরপ্রদেশ বোর্ড অফ এডুকেশন কি দ্বাদশ শ্রেণির পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ দিয়েছেন? যদি বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে তার বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন তিনি।

প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, পাঠ্যক্রমে কোনও লেখার অন্তর্ভুক্তি বা কোনও লেখা বাদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষা নিয়ামক প্রশাসনিক বোর্ড সিদ্ধান্ত নেয়। সাফ কথায় উত্তরে এড়িয়ে গিয়েছে কেন্দ্র। কেন্দ্র সরকার জানিয়েছে, উত্তরপ্রদেশ বোর্ড অফ এডুকেশন একমাত্র এই সিদ্ধান্ত নেওয়া অধিকারী।

তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এহেন উত্তরকে ধরি মাছ না ছুঁই পানি বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “উত্তর পেয়েছি। হয় হ্যাঁ হবে নয়তো না। বাদ গিয়েছে কি যায়নি। উত্তরপ্রদেশ জানে, আমরা জানি না। এখানে আপনি আছেন আর উত্তারপ্রদেশে যোগী। ডবল ইঞ্জিন সরকার।”

উল্লেখ্য, এই প্রথম নয়। বছর চারেক আগেও উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ছুটি। বাঙালি হেনস্থা ও বাংলা ভাষার অপমানের আবহে রবীন্দ্রনাথের লেখা বাদ যাওয়ায় ফের একবার বিজেপির বাঙালি বিদ্বেষী চেহারাটা প্রকাশ্যে চলে এলো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen