প্রতিবাদের ভাষা – মার্টিন শিনের গলায় রবীন্দ্রনাথ

প্রতিবাদের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করলেন অভিনেতা মার্টিন শিন। আবহাওয়া রক্ষার ডাক দিয়ে প্রতি সপ্তাহে ‘ফায়ার ড্রিল ফ্রাইডেস’ নামে প্রতিবাদ সভার আয়োজন করেন অভিনেতা জেন ফন্ডা।

January 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রতিবাদের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করলেন অভিনেতা মার্টিন শিন। আবহাওয়া রক্ষার ডাক দিয়ে প্রতি সপ্তাহে ‘ফায়ার ড্রিল ফ্রাইডেস’ নামে প্রতিবাদ সভার আয়োজন করেন অভিনেতা জেন ফন্ডা। 

শুক্রবার সেখানেই ‘হোয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার’ উদ্ধৃত করেন শিন। এর কিছুক্ষণ বাদে গ্রেপ্তার হন তিনি এবং জোয়াকিন ফিনিক্স। ইউএস ক্যাপিটল পুলিশ জানিয়েছে, শুক্রবারের প্রতিবাদ কর্মসূচিতে মোট ১৪৭ জনকে ধরা হয়েছে।

ফন্ডার পরে মঞ্চে উঠে মহিলাদের প্রশংসা দিয়ে বক্তব্য শুরু করেন শিন। তাঁর কথায়, ‘পৃথিবীটাকে যে মহিলারাই বাঁচাতে পারবেন, সেটা এক রকম পরিষ্কার।’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আইরিশ হিতোপদেশের গল্পও বলেন। এরপরেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ওই বিখ্যাত পঙ্‌ক্তি উদ্ধৃত করেন তিনি। 

কবির নাম উল্লেখ না করে গোটা কবিতাটাই আবৃত্তি করেন তিনি। এ-ই অবশ্য প্রথম নয়। ২০১৬-তেও দেশের উন্নয়নের স্বার্থে নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কবিগুরুর কবিতা আবৃত্তি করেছিলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen