নিলামে রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি, দর উঠল কত?

July 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০২: রবীন্দ্রনাথের হাতে গড়া একমাত্র ভাস্কর্যের পর এবার নিলামে বিক্রি হয়ে গেল কবিগুরুরর হাতে লেখা চিঠি। সম্প্রতি ৩৫টি চিঠি ও ১৪টি খাম নিলামে বিক্রি হয়েছে। জানা যাচ্ছে, ‘কালেক্টর’স চয়েস’ শীর্ষক নিলামটি ২৬ এবং ২৭ জুন অষ্টগুরু নিলামঘর দ্বারা অনলাইনে অনুষ্ঠিত হয়। নোবেলজয়ী কবির দুর্লভ চিঠিগুলো ৫.৯ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে।

১৯২৭ থেকে ১৯৩৬ সালের মধ্যে রবীন্দ্রনাথ এই চিঠিগুলো লিখেছিলেন সমাজবিজ্ঞানী এবং সঙ্গীতজ্ঞ ধূর্জটিপ্রসাদ মুখার্জিকে। চিঠিগুলোর মধ্যে ১২টি বিশ্বভারতী, কবির উত্তরায়ণের বাসভবন, দার্জিলিংয়ের গ্লেন ইডেন এবং তার হাউসবোট পদ্মা থেকে লেখা হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি চিঠি ‘পরিচয়’, ‘সংগীত চিন্তা’ ‘ছন্দ’ নামের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। তবে এর মধ্যে ৪টি চিঠি আগে কখনও প্রকাশ হয়নি বলে জানা গিয়েছে।

এক বিবৃতিতে নিলাম সংস্থা জানিয়েছে, “নিলামটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল কারণ, কোনও দৃশ্যমান শিল্পকর্ম নয় বরং পাণ্ডুলিপি ছিল। অষ্টগুরুর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মনোজ মনসুখানি বলেছেন, “এটি কেবল একটি সাহিত্যের নিদর্শন নয়, এটি নোবেল বিজয়ীর নিজের ভাষায় একটি আত্ম-প্রতিকৃতি।” উল্লেখ্য, এর আগে মুম্বইয়ের অষ্টগুরু নিলামঘরে নিলামে ওঠে রবি ঠাকুরের হাতে গড়া একমাত্র ভাস্কর্য ‘পাষাণহৃদয়’। ৮৮ লক্ষ ৫৭ হাজার টাকায় বিক্রি হয়েছে রবীন্দ্রনাথের হাতে গড়া একমাত্র ভাস্কর্যটি। অষ্টগুরু নিলামঘরের ওয়েবসাইটে এই অর্থমূল্যের কথা জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen