ফের জুটি বাঁধছেন প্রসেনজিৎ-রচনা?
১৪ জুন জি বাংলার ‘দিদি নম্বর ১’ অনুষ্ঠানে ‘আয় খুকু আয়’ ছবির টিম নিয়ে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ।
June 7, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ফের জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়? ১১ বছর পরে কি ফের তাদের একই সঙ্গে বাংলা ছবিতে কাজ করতে দেখা যাবে? একটি ফেসবুক লাইভের পর এরকমই একটি জল্পনা তৈরি হয়েছে টলিউডে।
ফেসবুক লাইভটিতে একসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় ঘোষাণা করেন তাঁরা ফিরছেন। ওই ফেসবুক লাইভ বলছে, ১৪ জুন জি বাংলার ‘দিদি নম্বর ১’ অনুষ্ঠানে ‘আয় খুকু আয়’ ছবির টিম নিয়ে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ। তারই প্রচারে একসঙ্গে এদিন ফেসবুক লাইভ করেন টলিউডের ‘নম্বর ১’ এবং ‘দিদি নম্বর ১’।