আজ দীঘা জগন্নাথ মন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে রাধাষ্টমী

ক্ষীরের পায়েস ও বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের মিষ্টিও নিবেদন করা হয়। সকাল থেকে ভক্তিমূলক ভজন-কীর্তন চলছে।

August 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৫৮: আজ, রবিবার রাধাষ্টমী উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দিরে দিনভর চলল পুজোপাঠ। মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রাধাষ্টমী উৎসবকে কেন্দ্র করে একাধিক আয়োজন করা হয়েছে। ভোর সাড়ে চারটায় মঙ্গলারতি হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে চলে বৈদিক মন্ত্রপাঠের সঙ্গে যাগযজ্ঞ। বেলা ১১টায় শুরু হয় মহাঅভিষেক পর্ব। ১০৮ টি তীর্থক্ষেত্রের জল দিয়ে অভিষেক করা হয়। ফুল, মধু, ঘি সহ বিভিন্ন সামগ্রী দিয়ে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অভিষেক পর্ব। অভিষেক পর্বের পর রাধারানিকে নতুন পোশাকে সাজিয়ে তোলা হয়। সেই পোশাক কলকাতা থেকে তৈরি করে নিয়ে এসেছেন ইসকনের সন্ন্যাসীরা।

দুপুরে ভগবানকে অর্পণ করা হয় ৫৬ ভোগ। শ্রীরাধার অন্যতম পছন্দের পদ হল দই-কচুর তরকারি। আজ দুপুরে রাধারানিকে ৫৬ ভোগে কচু দিয়ে তৈরি হরেক পদ নিবেদন করা হয়েছে। দীঘার খাদালগোবরা গ্রাম থেকে কচু নিয়ে আসা হয়েছে। কচু দিয়ে বেশ কয়েকটি পদ রেঁধে নিবেদন করা হয় শ্রীরাধাকে। ইসকনের সন্ন্যাসীরা রান্না করেছেন। ক্ষীরের পায়েস ও বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের মিষ্টিও নিবেদন করা হয়। সকাল থেকে ভক্তিমূলক ভজন-কীর্তন চলছে।

বছরে এই একদিনই রাধারানির চরণ দর্শন করতে পারেন ভক্তবৃন্দ। ভক্তদের সামনে রাধারানির চরণ মন্দিরের বাইরে নিয়ে আসা হয়। রবিবার ছুটির দিন হওয়ায় ভিড়ও ছিল মন্দিরে। বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই বাড়িত পুলিশি নিরাপত্তা ছিল মন্দিরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen