অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে গেলেন নাদাল, অনিশ্চিত তাঁর টেনিসজীবন?

স্বদেশে অস্ত্রোপচার করানোর পর, অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে যাবেন নাদাল। এমনই জানিয়েছেন ২২বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

January 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সত্যি হল আশঙ্কা। অবশেষে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে গেলেন খোদ রাফায়েল নাদাল। কোমরের চোটে কারণে বাধ্য হয়েই সরে দাঁড়ালেন নাদাল। তিনি আপাতত স্পেনে ফিরে যাবেন। স্বদেশে অস্ত্রোপচার করানোর পর, অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে যাবেন নাদাল। এমনই জানিয়েছেন ২২বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

ইনস্টাগ্রামে নাদাল লিখেছেন, তিনি ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেলতে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। সেই চোট সারেনি। এমআরআই করানোয় জানা গিয়েছে ছোট্ট টিয়ার হয়েছে। স্বভাবতই তাঁর পক্ষে অস্ট্রেলিয়ান ওপেন খেলা সম্ভব নয়। তিনি আরও লিখছেন, ‘শরীরের যা অবস্থা তাতে পাঁচ সেটের ম্যাচ খেলা সম্ভব নয়। তাই স্পেনে ফিরে যাচ্ছি। সেখানে অস্ত্রোপচার করানোর পর অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে যাব।’

এতেই প্রশ্ন উঠছে, তবে কি নাদালের টেনিসজীবন শেষ? চোট ঘিরে তেমনই আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে হেরে গিয়েই কোমরে চোট পেয়ে গোটা বছরের জন্য ছিটকে গিয়েছে নাদাল। জুনে তাঁর অস্ত্রোপচার হয়। এরপর গোটা মরশুম নামেননি। চোট সারিয়ে ব্রিসবেন ওপেন খেলতে নেমেছিলেন। কিন্তু আবারও চোট পাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen