পুত্রসন্তানের বাবা হলেন টেনিস তারকা রাফায়েল নাদাল
চলতি বছর পিতৃদিবসের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাদাল জানিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন
October 9, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বাবা হলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। গতকাল ৮ অক্টোবর নাদালের স্ত্রী মেরি পেরেলো একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এখনও পর্যন্ত বাবা হাওয়ার বিষয়ে রাফায়েলের তরফে কিছুই জানানো হয়নি। নাদালের ম্যানেজিং সংস্থা জানিয়েছে, ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই বলতে চান না টেনিস তারকা।
প্রসঙ্গত, চলতি বছর পিতৃদিবসের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাদাল জানিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন। একটি টুইটের মাধ্যমে নাদালের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। জনপ্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের একটি ফ্যান ক্লাবের পক্ষ থেকে টুইট করে পুত্রসন্তানের বাবা হওয়ার জন্যে নাদাল শুভেচ্ছা জানানো হয়। ওই টুইটের পরেই খবর ছড়িয়ে পড়ে।