২০২৫-এর দুর্গাপুজোতে মুক্তি পাবে ‘রঘু ডাকাত’

২০২৫ সালে মুক্তি পাবে তাঁর অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। কথিত আছে বাংলার (অবিভক্ত বাংলা) বুকে একদা দাপিয়ে বেড়াত ‘রঘু ডাকাত’।

January 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা আয় করেছে দেব অভিনীত ও প্রযোজিত ‘খাদান’ সিনেমাটি। টলিউডের বক্স অফিসে কার্যতই দাপট রয়েছে ‘খাদান’-এর। তার মাঝেই ইংরেজি নববর্ষের প্রথম দিনে সুখবর দিলেন অভিনেতা দেব। ২০২৫ সালে মুক্তি পাবে তাঁর অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। কথিত আছে বাংলার (অবিভক্ত বাংলা) বুকে একদা দাপিয়ে বেড়াত ‘রঘু ডাকাত’।

দিনে দুপুরেও তার হা রে রে রে ডাক শুনে ভয়ে রক্ত হিম হয়ে যেত জমিদারদের। ডাকাতি, খুন তো ছিলই, পাশাপাশি তিথি মেনে আরাধ্যা দেবীর সামনে নরবলিও চড়াত সে। গরীবদের ‘রবিনহুড’, বড়লোক জমিদারদের কাছে রীতিমতো ত্রাস ছিল ‘রঘু ডাকাত’। তাঁকে নিয়ে লেখা হয়েছে বহু গল্প। বাংলার সেই দস্যুসর্দারকে নিয়ে সিনেমা বানানোর কথা ২০২১ সালের কালীপুজোর সময়েই ঘোষণা করে দেব ও প্রযোজনা সংস্থা এসভিএফ। তখন মুক্তি পেয়েছিল ‘রঘু ডাকাত’ সিনেমার ফার্স্ট লুকও। আর বুধবার ২০২৫ সালের শুরুতেই অনুরাগীদের সুখবর দিয়েছেন দেব। এই বছরের দুর্গাপুজোতেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ও প্রযোজিত ‘রঘু ডাকাত’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen