‘স্ট্রাগল’ নিয়ে খোলামেলা মন্তব্য রাহুল দেব বোসের, কী জানালেন অভিনেতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৫: ‘স্ট্রাগল’ মানে কি শুধুই পকেটে টাকা না থাকা? মাথা গোঁজার ঠাঁই না পাওয়া? প্রচলিত ধারণা অন্তত এমনটাই বলে। কিন্তু অভিনেতা রাহুল দেব বোস জানিয়ে দিলেন— তাঁর ক্ষেত্রে লড়াইয়ের সংজ্ঞা একেবারেই আলাদা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল স্পষ্ট জানালেন, “আমার কোনও দিন অর্থের অভাব হয়নি। আমি সেই ধরনের ‘স্ট্রাগলার’ নই।” তাহলে তাঁর আসল সমস্যা কোথায়?
রাহুলের মতে, সময় বদলেছে, তাই বদলেছে ‘স্ট্রাগল’-এর মানেও। তিনি বলেন, ৩০–৪০ বছর আগে স্ট্রাগল মানে ছিল সত্যিই ভয়াবহ বাস্তবতা— না-খেয়ে থাকা, বাড়িভাড়া দিতে না পারা, থাকার জায়গা না থাকা। কিন্তু আজকের দিনে নতুন প্রজন্মের অভিনেতাদের সেই সমস্যায় পড়তে হয় না।
তবু কি তাঁদের লড়াই কমে গেছে? রাহুলের জবাব— না, বরং লড়াই আরও অন্যভাবে কঠিন হয়েছে।
অভিনেতার স্পষ্ট বক্তব্য, “এখনকার অভিনেতারা অস্তিত্বসংকটে ভোগেন। তাঁরা ভাবেন— আমি কত দিন টিকে থাকতে পারব? কাজ কি নিয়মিত পাব? আমার জায়গা কি কেউ কেড়ে নেবে?”এই ভয় তাঁকেও গ্রাস করে। রাহুল মনে করেন, আজকের দিনে শিল্পীর আসল স্ট্রাগল হলো নিজের জায়গা ধরে রাখা, নিজের সত্তাকে বাঁচিয়ে রাখা।
তিনি জানান, তাঁর কাছে স্ট্রাগলের আধুনিক সংজ্ঞা হলো—“অস্তিত্ব বজায় রাখার ভয়, প্রতিযোগিতার মধ্যে নিজেকে টিকিয়ে রাখার চাপ। অর্থের অভাব নয়— মানসিক অনিশ্চয়তাই বড় সমস্যা।”অর্থাৎ শীর্ষে পৌঁছানো কি স্ট্রাগলের ওপর নির্ভর করে? রাহুলের মতে— লড়াই আছে, কিন্তু তার রূপ বদলে গেছে। আর সেই বদলে যাওয়া লড়াইয়ের মধ্যেই নিজের পথ তৈরি করে এগিয়ে চলাই আজকের অভিনেতার চ্যালেঞ্জ।
অবশেষে রাহুল যেন স্মরণ করিয়ে দিলেন— স্ট্রাগল মানে সব সময় অভাব নয়; কখনও কখনও স্ট্রাগল মানে নিজেকে হারিয়ে না ফেলার লড়াই।